ইউরোপের সম্ভাবনাময় দেশ রোমানিয়ায় চামড়া, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে দেশটিতে জনশক্তি রপ্তানিরও বিপুল সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে এফবিসিসিআই কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার এফবিসিসিআই কার্যালয়ে রোমানিয়ার রাষ্ট্রদূত মিস. ডেনিয়েলা সেজনোভ ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, রাসায়নিক পণ্য, মেশিনারি যন্ত্র, জ্বালানি, ক্লিন এনার্জি, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে অনেক এগিয়েছে রোমানিয়া। ২০২৬ সালের মধ্যে সমুদ্রে গ্যাস অনুসন্ধান চালাবে দেশটি। দুই দেশের ব্যবসায়ীক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের রোমানিয়া সফরের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : রমজানের পণ্য আমদানির জন্য রিজার্ভ থে‌কে ডলার চায় এফ‌বি‌সি‌সিআই

তবে জনশক্তির রপ্তানির ব্যাপারে রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা নিয়ে আসা বেশিরভাগই দেশটিতে পৌঁছে ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমায়। এজেন্সিগুলোকে অর্থ পরিশোধ করায় আর্থিক ক্ষতির মুখে পড়ে রোমানিয়া সরকার। এ ব্যাপারে কাজ করার দরকার।

এফবিসিসিআই সভাপতি বলেন, রোমানিয়ায় ভালো বেতনসহ কাজের সুযোগ নিশ্চিত করা গেলে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ রয়েছে। এতে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও সহায়তা করবে।

সভাপতি আরও বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, প্লাস্টিক পণ্য, পাট ও পাটজাত পণ্য ইত্যাদির পাশাপাশি আইটি খাতে ব্যাপক প্রসার হয়েছে। প্রায় ৭ লাখ মানুষ ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত। এসব ফ্রিল্যান্সারদের আরও বেশি কাজের সুযোগ দেওয়া গেলে বাংলাদেশের আইটি খাতের প্রসার যেমন হবে, নিয়োগকারী কোম্পানিও কম খরচে কর্মী পাবে।

এ সময় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডন, পরিচালক প্রীতি চক্রবর্তী, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

এআর/এসকেডি