বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) নির্বাচনে মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়েছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে বিসিএসএ-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গণনা শেষে মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ ইউনুস প্যানেলকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।

ফলাফল ঘোষণা শেষে বিজয়ী প্যানেলের অন্যতম সদস্য এবং এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, দীর্ঘ দিন যাবত বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় কোল্ড স্টোরেজ শিল্পের অস্তিত্ব হুমকিতে পড়েছিল। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং হিমাগার শিল্পের আধুনিকায়নের জোরালোভাবে কাজ করবে।

তিনি বলেন, সারাদেশে আধুনিক ও প্রযুক্তি নির্ভর হিমাগার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে আলুসহ কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং রপ্তানি সম্প্রসারণে অবদান রাখবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। পাশাপাশি স্থানীয় বাজার চাহিদার বিপরীতে যোগানের সামঞ্জস্যতা বজায় রাখতে কৃষকদের আলুসহ অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে উৎসাহিত করবে।

এফবিসিসিআই -এর সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, সরবরাহ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ ইউনুস প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন, কাজী মো. ইদ্রিস, মো. হাসেন আলী, মো. মোকছেদুর রহমান, আসিফ জসীম, মো. গোলাম সারোয়ার, মো. ফজলুর রহমান, মো. সানোয়ার হোসেন, ড. হোসনে আরা বেগম, আবুল কালাম আজাদ, মো. জাহাঙ্গীর আলম, মো. তারিকুল ইসলাম খান, ইশতিয়াক আহমেদ, মো. শরিফুল ইসলাম এবং মো. দেলোয়ার হোসেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-নিয়ন্ত্রক মো. জিয়াউর রহমান, উপ-সচিব তরফদার সোহেল রহমান প্রমুখ। বিজয়ী প্যানেলের সদস্যদের সর্ব সম্মতিক্রমে পরবর্তীতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

এসআই/এসকেডি