অনুমোদন ছাড়া মানচিহ্ন ব্যবহার করে তৈরি করছে খাদ্যপণ্য
নেই পণ্য মোড়কজাতকরণের সনদ। সিএম লাইসেন্স ছাড়াই ব্যবহার করছে বিএসটিআই মানচিহ্ন। এভাবে অবৈধভাবে বিস্কুট-কেক উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে দেশের পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও, রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
বিজ্ঞাপন
বিএসটিআইয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা করা হয়েছে।
সংস্থাটি জানায়, রাজধানীর খিলগাঁও ও রামপুরা এলাকায় তিনটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই পণ্য বিস্কুট (টোস্ট, নোনতা, মিষ্টি), কেক উৎপাদন বিক্রয় এবং বাজারজাতকরণ করছে। বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া মানচিহ্ন ব্যবহার করতে দেখা যায়। এসব প্রতিষ্ঠান বিএসটিআই সিএম লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার করছে। যে কারণে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে প্রতিষ্ঠানগুলোর নাম জানায়নি বিএসটিআই।
বিজ্ঞাপন
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই'র কর্মকর্তা মোহাম্মদ পারভেজ মিয়া (ফিল্ড অফিসার), পরিদর্শক মেট্রোলজি রোশনা আক্তার।
এসআই/জেডএস