জাল নথিপত্র তৈরির মাধ্যমে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রকল্পের সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার এক প্রকৌশলীসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুদকের ঝিনাইদহ জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো: বজলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন 

আসামিরা হলেন, দর্শনা পৌরসভার কোষাধ্যক্ষ সৈয়দ মো. রুমি আলম ও পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এস এম আব্দুস সামাদ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুটো প্রকল্পের কাজ না করে ভুয়া পরিমাপ বহি ও বিল ভাউচার তৈরি করে ১৭ লাখ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন। ২০১৭-২০১৮ অর্থবছরে এলজিইডির বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লীসড়ক অবকাঠামো পুনর্বাসনের দুটি প্রকল্পের জাল কাগজ-পত্রের মাধ্যমে চারটি চেকের মাধ্যমে সোনালী ব্যাংকের দামুড়হুদা শাখা থেকে ওই টাকা  উত্তোলন করে আত্মসাৎ করেন। 

আসামিদের বিরুদ্ধে ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

আরএম/এসকেডি