যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পার্টনারস মিট ২৯ এপ্রিল
দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের পার্টনারস মিট-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘আমরা ছিলাম, আমরা আছি এবং আমরাই থাকবো’-স্লোগানকে সামনে রেখে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস আগামী ২৯ এপ্রিল 'আপনার ব্যবসায় মুনাফার প্রবৃদ্ধি, কার্যক্রম ও ভবিষ্যৎ ব্যবসায়িক কর্মপরিকল্পনা'সহ বিভিন্ন আয়োজন নিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখবে। যমুনা ফিউচার পার্কের নিচতলায় মহল অডিটোরিয়াম-এ আয়োজন হতে যাচ্ছে। সারাদেশ থেকে যমুনা ইলেকট্রনিক্সের ব্যবসায়িক অংশীজনদের আগমনে মুখরিত থাকবে যমুনা ফিউচার পার্কের অঙ্গন। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা, পারস্পারিক সংযোগ, অংশীজনের সঙ্গে মতবিনিময়সহ গুরত্বপূর্ণ সেশনগুলোতে অংশ গ্রহণ করবেন।
বিজ্ঞাপন
যমুনা ইলেক্ট্রনিক্সের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, গতিশীল ও পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে সঠিক বিজনেস প্রিন্সিপাল নির্ধারণ ব্যবসায় টিকে থাকার একটি অন্যতম নিয়ামক। যমুনা ইলেক্ট্রনিক্স গ্রাহকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ ও বিশ্ব পণ্য উৎপাদন করছে, যা ধৈর্যশীল বিজনেস পার্টনারদের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে। পরিবর্তনের এই যুগে আমরাও আমাদের কর্মপরিকল্পনায়, কর্মপদ্ধতিতে নতুনত্ব ও পরিবর্তনের ছোঁয়া রেখেছি যা আসন্ন ডিলার কনফারেন্সে সম্পন্ন করব। যমুনা ডিলার কনফারেন্স ২০২৩ এ সবাই দৃঢ় বন্ধনে আমন্ত্রিত।
সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মো. আবুল কালাম বলেন, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা অপেক্ষা করছিলাম এই শিল্পের সঠিক চ্যানেল পার্টনারদের নির্ধারণ করার জন্য। বোঝা যাচ্ছিল না কে ব্যবসায় আছে অথবা কে কালকেই থাকবে না। আমরা সব সময় ডিলারদের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে এই শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় দেখা হচ্ছে আসন্ন যমুনা ডিলার কনফারেন্সে। আপনাদের ব্যবসার অমিত সম্ভাবনার সব প্ল্যানিং, সব অ্যাকশন আমরা একসঙ্গে সম্পন্ন করবো। যমুনা ডিলার কনফারেন্স- একসঙ্গে অসীম সম্ভাবনার পথে।
গর্বিত ব্যবসায়ী হিসেবে যমুনা ইলেকট্রনিক্স নিশ্চিত করছে সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য এবং বিনিয়োগবান্ধব পরিবেশ। যমুনা ইলেকট্রনিক্স দেশের অন্যতম প্রধান ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ব্র্যান্ড, যার উদ্ভাবন, গুণমান এবং নির্ভরযোগ্যতার জন্য একটি শক্তিশালী খ্যাতি রয়েছে। ভোক্তা ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সেস এবং অটোমোবাইলসহ একটি বৈচিত্র্যময় পণ্য পোর্টফোলিওসহ যমুনা ইলেকট্রনিক্স সারা বাংলাদেশে একটি পরিবারের নাম হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
জেডএস