‘সোনালী ব্যাংকের পদোন্নতি নীতিমালা বাতিল চায় ব্যাংকাররা’— শিরোনামে গত ১৬ এপ্রিল ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)।

ঢাকা পোস্টে পাঠানো এ সংক্রান্ত এক প্রতিবাদলিপিতে এবিবি বলছে, ‘প্রতিবেদনে বলা হয়েছে যে সোনালী ব্যাংকের নতুন পদোন্নতি প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)। এতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের পদোন্নতি নীতিমালা- ২০২২ বাতিলসহ বেশ কয়েকটি দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠনটি। পুরো তথ্যটি সম্পূর্ণ অসত্য; এমন কাজ এবিবি করেনি। প্রকৃত তথ্য হচ্ছে, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড এ ধরনের কোনো চিঠি বাংলাদেশ ব্যাংককে দেয়নি।’

‘বাংলাদেশের ৪৫টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে গঠিত অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)। সোনালী ব্যাংক এবিবি-এর সদস্য নয়। তাই কোনো একটি নির্দিষ্ট ব্যাংকের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এবিবি-এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে পত্র দেওয়া এ সংগঠনের এখতিয়ারের মধ্যে পড়ে না। আর সদস্য নয় এমন ব্যাংকের কোনো বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে পত্র পাঠানো এবিবি-এর প্রথার বাইরে।’

‘তাই অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)-এর নাম জড়িয়ে এ ধরনের সম্পূর্ণ অসত্য সংবাদ প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবেদক তথ্যটি যাচাই না করেই প্রতিবেদনটি প্রকাশ করেছেন এবং তা পেশাদারিত্বের পরিচয় নয় বলেই আমরা মনে করি। এ ধরনের ভুল সংবাদ ব্যাংকিং সেক্টর সর্বোপরি দেশবাসীর কাছে এবিবি-এর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের প্রতিবাদলিপিটি পুরোপুরি প্রকাশের জন্য অনুরোধ করছি’— জানায় এবিবি।

এমএআর/