সিক্রেট রেসিপির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ এখন এলিফ্যান্ট রোডে
ওয়ার্ল্ড’স বেস্ট কেক, সুস্বাদু খাবার এবং বৈচিত্রপূর্ণ পানীয়’র সমারোহে রাজধানীর এলিফ্যান্ট রোডে এবার উদ্বোধন হলো মালয়েশিয়ার বৃহত্তম ক্যাফে চেইন ‘সিক্রেট রেসিপি’র প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেট।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সিক্রেট রেসিপির ১৭তম এই আউটলেটটির উদ্বোধন করেন ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসসিম দায়ান।
বিজ্ঞাপন
শুভেচ্ছা বক্তব্যে ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসসিম দায়ান বলেন, গ্রাহক সেবার মান বজায় রেখে প্রিমিয়াম সেবার মাধ্যমে সিক্রেট রেসিপি ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাদ্য নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। গুণগতমান অক্ষুণ্ন রেখে সিক্রেট রেসিপি আরো বৃহৎ পরিসরে ব্যবসা পরিচালনা করবে। ঢাকা এবং চট্টগ্রামের পরে এবার কক্সবাজারে সিক্রেট রেসিপি আউটলেট চালু করতে যাচ্ছে।
সিক্রেট রেসিপি সবসময় গ্রাহকদের চাহিদার ওপর প্রাধান্য দিয়ে থাকে। আর তাই তো এবার গ্রাহকের চাহিদা প্রাধান্য দিয়ে এলিফ্যান্ট রোডে প্রিমিয়াম প্রপার্টি ‘প্লাজা সেন্ট্রাল’- এ চালু করলো সিক্রেট রেসিপি।
বিজ্ঞাপন
সিক্রেট রেসিপির হেড অব বিজনেস কে এস এম মহিতুল বারী বলেন, মানের ব্যাপারে আমরা আপসহীন। গ্রাহকদের বেস্ট ফুড ও বেস্ট সার্ভিস দেওয়াই আমাদের লক্ষ্য। এদিকে কর্মরত শেফ এবং সার্ভিসে নিয়োজিত সব কর্মীকে ট্রেনিং দেওয়ার পর কাজে নিয়োজিত করা হয়, যার ফলে তার আন্তর্জাতিক নিয়মকানুন মেনে আন্তর্জাতিকমানের সেবা দিয়ে থাকে।
সবার উপস্থিতিতে কেক ও ফিতা কেটে সিক্রেট রেসিপির এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফারাবি হাফিজ, ফারজানা বিথী, সুনেরাহ বিনতে কামাল, নিশাত প্রিয়ম, আসিন জাহান ও আনিশা রোজেন। আরও উপস্থিত ছিলেন অনন্ত গ্রুপের ডি এম ডি মো. আসিফ জহির, ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, ফেয়ার গ্রুপ হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর ও ফেয়ার গ্রুপের পাবলিক রিলেশন্স অফিসার সাঈদ আহমেদ ও ফেয়ার গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধন উপলক্ষ্যে থাকছে ১০ শতাংশ ছাড়া। এছাড়াও সিক্রেট রেসিপির যেকোনো আউটলেটে ঈদুল ফিতর উপলক্ষ্যে ডেজার্টের ওপর মাসব্যাপী অফার।
জেডএস