নির্বাচন কমিশনের (ইসি) জন্য তিন কোটি স্মার্ট ব্ল্যাঙ্ক কার্ড কেনা হবে। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব অনুমোদনের জন্য লিস্টে থাকলেও তা অনুমোদন হয়নি। এই তিন কোটি স্মার্ট ব্ল্যাঙ্ক কার্ড ক্রয়ে ব্যয় হবে ৪০৬ কোটি টাকা। তবে আগামী বৈঠকে এ প্রস্তাবটি অনুমোদন হবে বলে জানা গেছে।
 
বুুধবার (০৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

প্রস্তাবটি অনুমোদন হয়নি জানিয়ে অতিরিক্ত সচিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক “আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় নির্বাচন কমিশনের জন্য সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) হতে কার্ডগুলো ক্রয় করা হবে। তিন কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড ৪০৬ কোটি ৫০ লাখ টাকায় ক্রয় করা হবে।

এসআর/এসএম