অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের করোনা বিষয়ে সচেতন করেন অধিদফতরের কর্মকর্তারা

তেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দা‌মে বি‌ক্রি ও নানা অনিয়মের অভিযোগে ১৭ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

রোববার (২৮ মার্চ) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করে সরকারি সংস্থাটি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক নির্দেশনায় ও বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীনের পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের পক্ষ থেকে প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার মহাখা‌লী বাজার, খিলগাঁও কাঁচাবাজার এবং রামপুরা বাজারে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক  প্রণব কুমার প্রামাণিক।

ভোক্তা অধিকারের মাস্ক বিতরণ

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি ও খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা দেখভাল করা হয়।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রসিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নকল মাস্ক-স্যানিটাইজার বি‌ক্রির অপরা‌ধে ১৭ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকির পাশাপাশি অধিদফতরের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণির ভোক্তা ও ব্যবসায়ীর মাঝে করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করা হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য সচেতন করা হয়।

এসআই/এফআর