মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সঙ্গে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিকাশ। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সিলেট নগরীর রোজ ভিউ হোটেলের আয়োজিত এমএফএসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক কর্মশালায় অংশ নেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ৭০ জন তদন্ত কর্মকর্তা। 

এ কর্মশালায় এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও অপরাধী চক্র সম্পর্কে পাওয়া তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা এবং আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান। 

এতে আরও উপস্থিত ছিলেন বিকাশের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. নজিবুর রহমান এবং বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিমসহ (অব.) সিলেট মেট্রোপলিটন পুলিশ ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএফএসের মতো জনগুরুত্বপূর্ণ সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সারা বছর ধরেই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় দেশজুড়ে বিভিন্ন জেলার পর এবার সিলেটে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আয়োজিত হলো কর্মশালাটি।

কেএ