ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালকে ৩ বছরের জন্য কর সুবিধা
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালকে শর্ত সাপেক্ষে তিন বছরের জন্য চিকিৎসা সেবায় আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ব্যাংক থেকে অর্জিত সুদ ওই সুবিধার আওতায় আসবে না।
শর্তের মধ্যে রয়েছে, হাসপাতালের পরিচালিত মোট শয্যা বা বেডের ১০ শতাংশ দরিদ্র রোগীদের বিনামূল্য চিকিৎসার জন্য সংরক্ষিত রাখতে হবে এবং ১০ শতাংশ অপারেশন সেবা বিনামূল্য দিতে হবে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালের দৃশ্যমান কোনো স্থানে প্রদর্শন করতে হবে।
বিজ্ঞাপন
গত ৫ অক্টোবর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এনবিআরের নির্দেশনায় শর্তের মধ্যে আরও রয়েছে, আয়কর অব্যাহতিপ্রাপ্ত আয় স্বাস্থ্যসেবা উন্নয়নে ব্যয় করতে হবে। এভাবে ৫টি শর্তের কথা উল্লেখ করেছে। যা ৫ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।
বিজ্ঞাপন
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বেসরকারি ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল। এর প্রতিষ্ঠাতা মির্জা আহমেদ ইস্পাহানী। হাসপাতালটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত। যার প্রধান কার্যালয় ঢাকার ফার্মগেটে অবস্থিত। জামালপুর, নওগাঁ ও বরিশালে ব্রাঞ্চ অফিস রয়েছে।
আরএম/এসকেডি