বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল
সৈয়দ নজরুল
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন সভাপতি হচ্ছেন ফারুক হাসান ও প্রথম সহ-সভাপতি হচ্ছেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম।
সংগঠনটির সিনিয়র সহ সভাপতি হচ্ছেন, এস এম মান্নান কচি। বাকি পাঁচজন সহসভাপতি হচ্ছেন- শহীদউল্লাহ আজিম (ঢাকা), খন্দকার রফিকুল ইসলাম (ঢাকা), মিরান আলী (ঢাকা), মো. নাছির উদ্দিন (ঢাকা) এবং রকিবুল আলম চৌধুরী (চট্টগ্রাম)।
বিজ্ঞাপন
রোববার (১১এপ্রিল) ২০২২-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে সভাপতি ও সাতজন সহসভাপতি পদে নির্বাচনের জন্য আটজন মনোনয়নপত্র জমা দেন। অন্য কেউ প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৬ এপ্রিল এই পদগুলোতে ভোটের প্রয়োজন হবে না। তাই বোর্ড তাদের নামই ঘোষণা করবে। বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে সম্মিলিত পরিষদ প্যানেলের প্রধান ফারুক হাসান বলেন, আগামী ১৬ এপ্রিল পরিচালকদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একক মনোনয়নের কারণে এটি বিনা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তিনি আশা প্রকাশ করেন, সোমবারের মধ্যে নির্বাচন বোর্ড ফলাফল ঘোষণা করবে।
বিজ্ঞাপন
গত ৪ এপ্রিলের বিজিএমইএর দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ড. রুবানা হকের প্যানেল থেকে জয়ী হয়েছিলেন ১১ জন।
আগামী ২০ এপ্রিল নতুন সভাপতির কাছে বিজিএমইএর বর্তমান সভাপতি ড. রুবানা হক দায়িত্ব হস্তান্তর করার কথা রয়েছে।
এমআই/এমএইচএস