ইস্ট কোস্ট গ্রুপ (ইসিজি) এর সহযোগী প্রতিষ্ঠান ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড (ইসিওপিএল) এর নতুন সংযোজন ইসি অর্গ্যানিক ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েলের মোড়ক উন্মোচিত হয়েছে। 

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে এই মোড়ক উন্মোচন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসি অর্গ্যানিক প্রোডাক্টস লিমিটেড প্রতিষ্ঠানটি সেরামানের ও স্বাস্থ্যকর পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে ২০২২ সালে ওলিও ওরোলিও অলিভ অয়েল বাজারে আনার মাধ্যমে যাত্রা শুরু করে। এই ধারাবাহিকতায় এবার তারা বাজারে এনেছে ইসি অর্গ্যানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল। এই পণ্যটি ক্যামিক্যাল মেজারমেন্ট এবং প্রোডাক্ট সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস এর জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন স্বীকৃত। এছাড়াও এই তেল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল কর্তৃক সঠিক গুণমানে পরীক্ষিত। একইসঙ্গে ইসি অর্গ্যানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এবং গুড হাইজিন প্র্যাকটিসর সব মানদণ্ডে সফলভাবে উন্নীত। এছাড়াও ইসি অর্গ্যানিক ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হালাল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ঢাকার আশুলিয়ায় ইসি অর্গ্যানিক প্রোডাক্টস গড়ে তুলেছে তাদের নিজস্ব ফ্যাক্টরি। এখানে ইউরোপীয় প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য সরবরাহের জন্য রয়েছে সব আধুনিক ব্যবস্থা। উৎপাদনের ক্ষেত্রে প্রতিটি স্তরে নিশ্চিত করা হয়েছে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। গুণমান অটুট রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে ইসি অর্গ্যানিক প্রোডাক্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ চৌধুরি বলেন, আমরা সবার জন্য সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই চিন্তাধারায় আমরা এর আগে আমাদের ওলিও ওরোলিও অলিভ অয়েল বাজারে এনেছিলাম, আর এখন সবার জন্য নিয়ে এসেছি অনন্য এক সংযোজন- সেরা মানের বীজ থেকে তৈরি, স্বাস্থ্যসম্মত ও কোলেস্টেরলমুক্ত ইসি অর্গ্যানিক ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল।

ইসি অর্গ্যানিক ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল সূর্যমুখীর সেরা বীজ থেকে আহরণ করা হয় এবং ভিটামিন এ, ই ও ফাইটোস্টেরল সমৃদ্ধ। তেলটি বাজারে ৫ লিটার, ৩ লিটার এবং ১ লিটার বোতলের পাশাপাশি ৫ লিটার টিনের ক্যানেও পাওয়া যাচ্ছে।  

জেডএস