বিজ্ঞাপনে সৃজনশীলতা এবং নতুনত্ব নিয়ে বাংলাদেশে বিজ্ঞাপন নেটওয়ার্কে এক অন্যমাত্রা যুক্ত করল অ্যাডবিলিভ। ডিজিটাল বিজ্ঞাপনের নতুনত্ব ধারণা নিয়ে বাংলাদেশের ব্র্যান্ডগুলোর কাছে তাদের চাহিদা মতো সাধারণ ব্যানার অ্যাড ও রিচ মিডিয়া অ্যাডসহ বিভিন্ন ইনোভেশন নিয়ে কাজ করছে অ্যাডবিলিভ। 

শুরু থেকেই অ্যাডবিলিভের মূলমন্ত্র ছিল স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। আর শত প্রতিকূল অবস্থার মধ্যেও অ্যাডবিলিভ এই ধারা বজায় রাখার অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে।

এ প্রসঙ্গে অ্যাডবিলিভের পরিচালক জামশেদ উল ইসলাম বলেন, বিজ্ঞাপনে সৃজনশীলতা ও নতুনত্ব নিয়ে বাংলাদেশে বিজ্ঞাপন নেটওয়ার্ক এ প্রতিদিন নতুন মাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে অ্যাডবিলিভ। আমরা ধন্যবাদ জানাই আমাদের পাবলিশার্স ও বিজ্ঞাপনদাতাদের, যাদের সহায়তায় অ্যাডবিলিভ আজকের এই অবস্থানে এসেছে।

অ্যাডবিলিভের আছে দক্ষ ক্রিয়েটিভ টিম, যার ফলশ্রুতিতে ক্লায়েন্টদের চাহিদা মোতাবেক কাস্টমাইজড মানানসই বিজ্ঞাপন তৈরি করে। পাশাপাশি নিজেদের ক্রিয়েটিভ অ্যাড গ্যালারি আছে, যেখান থেকে বিজ্ঞাপনদাতারা ক্যাম্পেইন অনুযায়ী তাদের ক্রিয়েটিভ পছন্দ করতে পারে। এই কাস্টমাইজড পদ্ধতি বিজ্ঞাপন প্রচারণার জন্য মিডিয়ার মালিকেরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনিভাবে ব্রান্ডের সফলতাও লাভ করেন।

অ্যাডবিলিভের আছে গুগল প্রদত্ত ড্যাশবোর্ড, যা সরাসরি গুগল প্রদত্ত রিপোর্ট প্রদান করে। পাশাপাশি ড্যাশবোর্ডের প্রবেশাধিকার বিজ্ঞাপনদাতা ও পাবলিশার্স সবাইকেই দেওয়া হয়ে থাকে। ফলস্বরূপ সবাই নিজ নিজ জায়গা থেকে ক্যাম্পেইন মনিটরিং করতে পারে।

বিজ্ঞাপনদাতাদের জাতীয় গণমাধ্যম ছাড়া ও অ্যাডবিলিভের আছে প্রতিটি জেলায় আলাদা আলাদা পাবলিশার্স, যেখানে বিজ্ঞাপনদাতারা  চাইলেই তাদের ক্যাম্পেইন বিভিন্ন বিভাগ ও জেলাভিত্তিক চালাতে পারে। অ্যাডবিলিভ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপন নেটওয়ার্ক এজেন্সি, যারা প্রকাশক ও বিজ্ঞাপনদাতাদের ফুল-স্ট্যাক এসএসপি সমাধান দেয়।

কেএ