কৃষি ঋণের টাকা আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জে উত্তরা ব্যাংক লিমিটেডের কাজিপুর শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ মার্চ) সংস্থাটির পাবনা সমন্বিত জেলা কার্যালয় থেকে পরিচালিত অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে পাঁচটি অভিযোগের বিষয়ে একটি অভিযান ও চার দপ্তরে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।  

অভিযানের বিষয় বলা হয়েছে— সিরাজগঞ্জে উত্তরা ব্যাংক লিমিটেডের কাজিপুর শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে কৃষকদের নামে কৃষি ঋণ পাশ করিয়ে ঋণের টাকা প্রদান না করে আত্মসাতের অভিযোগের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য গ্রহণ করা হয়।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

আরএম/এমজে