আইপিডিসি ফাইন্যান্সের কার্ডবিহীন ইএমআই সেবা আইপিডিসি ইজি এবং ইউনিয়ন গ্রুপ অব কোম্পানি লিমিটেড চুক্তি স্বাক্ষর করেছে।

এ চুক্তি অনুযায়ী আইপিডিসি ইজির গ্রাহকেরা ওয়াচেসওয়ার্ল্ড লিমিটেড এবং ইউনিয়ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড থেকে পণ্য বা সেবাক্রয়ে ১২ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর কালে আইপিডিসি ইজির পক্ষ থেকে হেড অব ইজি ফারজানা শারমিন খান; হেড অব সেলস অ্যান্ড পার্টনারশিপ হাসান শরিফুল ইসলাম; হাবিবুর রহমান, অ্যাকাউন্ট ম্যানেজার, সেলস অ্যান্ড পার্টনারশিপ; ইউনিয়ন গ্রুপ অব কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ইউনিয়ন লিমিটেডের পরিচালক আলভী রানা; ইউনিয়ন টেক পার্ক লিমিটেডের বিজনেস হেড সরদার শওকত আলী; ইউনিয়ন টেক পার্ক লিমিটেডের হেড অব ম্যানুফ্যাকচারিং মো. নওউফ হাসান রিতুন; অ্যাডমিন এবং কর্পোরেট অ্যাফেয়ার্সের জেনারেল ম্যানেজার মো. মোজাম্মল হোসেন বেলালসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম