চট্টগ্রামে ভর্তুকি মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। ৪০ টাকা কেজিতে একজন ভোক্তাকে সর্বোচ্চ আড়াই কেজি পেঁয়াজ ১০০ টাকায় দেওয়া হচ্ছে। টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সব ভোক্তাই এ পেঁয়াজ কিনতে পারছে। সন্ধ্যার পরেও পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে।

এদিকে টিসিবির পেঁয়াজ বিক্রির প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বাজারে ও ভাসমান বিক্রেতারা ৬০ টাকা বিক্রি করলেও টিসিবির পেঁয়াজ বিক্রির পর ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নগরের চকবাজার, আন্দরকিল্লা, দেওয়ানবাজার ও চট্টেশ্বরী রোডে টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম চোখে পড়ে। এসময় ট্রাকের সামনে নারী-পুরুষের লম্বা লাইনও দেখা যায়। একজনকে ১০০ টাকায় আড়াই কেজি পেঁয়াজ দেওয়া হয়।

চকবাজার এলাকায় টিসিবির পেঁয়াজের ট্রাক আসার পরপরই আশপাশের দোকানি ও ভ্রাম্যমাণ বিক্রেতারা ৫০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেন। আবার কয়েকজন বিক্রেতা আড়াই কেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি করতে থাকেন। এরপরও টিসিবির পেঁয়াজ কিনতে ট্রাকের সামনে তৈরি হয় মানুষের জটলা।

টিসিবি বলছে, ভারত থেকে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। চট্টগ্রামে বিক্রির জন্য ৪১৫ টন বরাদ্দ দেওয়া হয়েছে। নগরের সব ওয়ার্ডেই পেঁয়াজ বিক্রি করা হয়েছে।

চকবাজারে ট্রাকের সামনে লাইনে দাঁড়ানো সালাহ উদ্দিন বলেন, বাজারের চেয়ে কেজিতে ১৫-২০ টাকা কমে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। সেজন্য লাইনে দাঁড়ালাম। এখানে আড়াই কেজি পেঁয়াজ ১০০ টাকা। তবে একজনকে ৫ কেজি করে দিলে ভালো হতো। এ ধরনের কার্যক্রম রোজার শুরু থেকে নিলে সাধারণ মানুষ বেশি উপকৃত হতো। বাজারও নিয়ন্ত্রণে থাকত।

শিপ্রা মহাজন নামে এক গৃহিণী বলেন, যাওয়ার পথে দেখলাম ট্রাকে ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বাজারের চেয়ে কম দামে পাওয়ায় কিনে নিলাম। বাজারে এখনও ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ কার্যক্রম আরও আগে থেকে শুরু করার প্রয়োজন ছিল।

চকবাজারের পেঁয়াজ বিক্রয়কারী টিসিবির ডিলার ও মজিদ স্টোরের স্বত্বাধিকারী শেখ মো. নাজমুল বলেন, নগরের চকবাজার, আন্দরকিল্লা ও পাহাড়তলী পয়েন্টে আজ পেঁয়াজ বিক্রি করেছি। প্রথম দিনে ভোক্তাদের ভালোই সাড়া পড়েছে। প্রতি ট্রাকে ৫ টন করে পেঁয়াজ ছিল।

তিনি বলেন, আমরা যে পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করছি সেটি বাইরের বাজারে ৬০-৬৫ টাকা। সেই হিসাবে একজন ভোক্তার কেজিতে ২০ টাকা করে সাশ্রয় হচ্ছে।

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের অফিস প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে আজ ১ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রতি ট্রাকে ৩ থেকে ৫ টন করে পেঁয়াজ দেওয়া হয়েছে, প্রতিকেজি ৪০ টাকা দরে। একজন ভোক্তাকে সর্বোচ্চ আড়াই কেজি দেওয়া হবে। এ কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে।

টিসিবির পেঁয়াজ বাজারের দামে প্রভাব ফেলছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যাপক প্রভাব পড়েছে। বাজার ঘুরলেই বোঝা যাবে। টিসিবির দামের কাছাকাছি ব্যবসায়ীরা এখন বিক্রি শুরু করেছেন। ভারত থেকে মাত্র ১৬৫০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। তাতেই বাজারে কী অবস্থা দেখেন। টিসিবি আনা মানেই ওরা আতঙ্কে থাকে।

আরএমএন/এসকেডি