মহামারি করোনাভাইরাসের সময়ে ক্ষতিগ্রস্ত হোটেল-রেস্তোরাঁ খাতকে বাঁচাতে ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বুধবার (১৯ মে) সমিতির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

মালিক সমিতি বলছে, মহামারি করোনাভাইরাসের আঘাতে যেসব সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসবের মধ্যে হোটেল-রেস্তোরাঁ সেক্টরটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দেশের সব বিভাগীয় শহর, জেলা শহর ও উপজেলা শহর মিলে হোটেল-রেস্তোরাঁর সংখ্যা ৬০ হাজার, শ্রমিক-কর্মচারীর সংখ্যা ৩০ লাখ। সব মিলিয়ে রেস্তোরাঁ খাতে মোট নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় ২ কোটি। এ অবস্থায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সরকারের কাছে ৮ দফা দাবি উপস্থাপন করছে।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য, স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ স্বাভাবিক নিয়ম অনুযায়ী খোলা রাখা, হোটেল রেস্তোরাঁ খাতে কর্মরত শ্রমিকদের প্রণোদনা দেওয়া, করোনার সময়ে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল সারচার্জ ছাড়া দিতে পারা, মালিক ও শ্রমিকদের ফ্রন্টলাইনার হিসেবে ঘোষণা ইত্যাদি।

আরএম/আরএইচ