সেন্টার ফর ইনোভেশন, এফিশিয়েন্সি অ্যান্ড ওএসএইচ স্থাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল এবং বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

সোমবার (২৪ মে) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীনের উপস্থিতিতে ডব্লিউটিও সেলের পক্ষে অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
‘ইনোভেশন সেন্টার’ স্থাপনের উদ্দেশ্য হচ্ছে তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে এটিকে ভবিষ্যৎ উদ্ভাবন কেন্দ্র হিসেবে তৈরি করা, দক্ষতা ও পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা (ওএসএইচ) প্রতিষ্ঠা করা। পাশাপাশি ভবিষ্যতে দেশে তৈরি পোশাক উৎপাদনে যারা নেতৃত্ব দেবে তাদের জ্ঞান বৃদ্ধিতে কাজ করা।

এই সেন্টারের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল এবং প্রডাকশন প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্নাতকদের ভোকেশনাল ট্রেনিং এবং জব ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। থ্রিডি ডিজাইনিং এবং ভার্চুয়াল প্রোটোটাইপিংয়ের মতো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যের উৎকর্ষতা অর্জনের মাধ্যমে শিল্পের সক্ষমতা বৃদ্ধি করা হবে যা সময় ও অর্থের ব্যবহার নিশ্চিত করবে।

এই কেন্দ্রের মাধ্যমে একজন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারের তত্ত্বাবধানে একটি পাইলট প্রোগ্রাম চালু করা হবে এব স্থানীয় ঐতিহ্যকে উচ্চ-মানের ফ্যাশনে রূপান্তরিত করে বিশ্বব্যাপী আবেদন তৈরির মাধ্যমে ব্র্যান্ডস্টোরি তৈরি করা হবে। এ উদ্যোগ মধ্যস্তরের ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাসঙ্গিক ক্ষেত্রে কারখানার কর্মী শক্তি গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পোশাক শিল্প শুধু অর্থনীতির লাইফলাইনই নয়, নারীর ক্ষমতায়নেও অগ্রণী ভূমিকা রাখছে, মানুষের জীবন বদলে দিয়েছে। এই খাত থেকে বর্তমানে যে পরিমাণ রফতানি করা হয়ে থাকে, হাই-এন্ড ফ্যাশন ও স্টাইলের একই পরিমাণ পণ্য রফতানি করে প্রায় দ্বিগুণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
 
এমআই/আরএইচ