শতভাগ রপ্তানির লক্ষ্য নি‌য়ে ২০০ কো‌টি টাকার নতুন বিনিয়োগ কর‌ছে আরএফএল গ্রুপ। চী‌নের প্রযু‌ক্তিতে উৎপাদিত প্লাস্টিক গৃহস্থালি পণ্য শতভাগ রপ্তানি কর‌বে প্রতিষ্ঠা‌নটি।

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে একটি বড় চুক্তি কর‌ছে আরএফএল গ্রুপ। রোববার (২ মার্চ) রাজধানীর এক‌টি হো‌টে‌লে এ চু‌ক্তি হ‌বে। এই চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী আরএফএল-এর প্লাস্টিক গৃহস্থালি পণ্যের চাহিদা পূরণ করবে।

গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ বিনিয়োগ হবে এবং উৎপাদন কার্যক্রম শুরু হবে আগামী এপ্রিল-মে মাসে।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রু‌পের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল ব‌লেন, নতুন এ বিনিয়োগের পর যেসব পণ্য উৎপাদিত হবে তা রপ্তানি বাজারকে লক্ষ্য করে তৈরি হবে। এই প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যার মধ্যে যন্ত্রপাতি ও অবকাঠামো নির্মাণও অন্তর্ভুক্ত।

ইতোমধ্যে বিদেশ থেকে ক্রয়াদেশ আসতে শুরু করেছে এবং পোশাক খাতের পর সবচেয়ে বড় বেসরকারি ক্রয়াদেশটি ৬ মিলিয়ন মার্কিন ডলার আসছে।

এই উদ্যোগটি দেশে বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়ক হবে জা‌নি‌য়ে কামরুজ্জামান কামাল ব‌লেন, বর্তমান সময়ে বেসরকারি বিনিয়োগ অনেকটাই থমকে রয়েছে। এ বিনিয়োগের ফলে ২৫০০ জনের কর্মসংস্থান হবে, যা দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর‌বে। এ ছাড়া নতুন কারখানাটি ৪২ মিলিয়ন মা‌র্কিন ডলার সমমানের পণ্য উৎপাদন করতে সক্ষম হবে। এর ফলে আরএফএল এর বার্ষিক রপ্তানি প্রায় ৩০ শতাংশ বাড়‌বে।

আরএফএল গ্রুপ ২০০৭ সালে ভারতে গৃহস্থালি প্লাস্টিক পণ্য রপ্তানি শুরু করে। বর্তমানে বিশ্বের প্রায় ৮০টি দেশে আরএফএল এর পণ্য পাওয়া যায়। বছরে ২০ শতাংশ হারে রপ্তানি বেড়েছে এবং বর্তমানে ৩০টি ক্যাটাগরিতে ৫০০ পণ্য রপ্তানি করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে আরএফএল গ্রুপের।

এসআই/এমজেইউ