২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আসন্ন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আগামী ২০২১-২২ অর্থবছরের মাথাপিছু আয়ের বেড়ে দুই হাজার ৪৬২ মার্কিন ডলার হবে বলে উল্লেখ করেন। এর আগে, করোনার মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার। চলতি ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। গত ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ মার্কিন ডলার, যা মোট আয়ের ৯ শতাংশ।

মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি ২০২১-২২ হতে ২০২৩-২৪ সাল পর্যন্ত মাথাপিছু আয়ের প্রক্ষেপণ করেছে অর্থমন্ত্রণালয়। প্রক্ষেপণ অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে হবে দুই হাজার ৭১৭ মার্কিন ডলার এবং ২০২৩-২৪ সালে হবে ৩ হাজার ১৪ মার্কিন ডলার।

নতুন অর্থবছরে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

এসআর/এসএম