টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ হিল রাকিব কানাডায় নৌকাডুবিতে মারা গেছেন।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেল ৩টার কিছু পরে, কানাডার অন্টারিও প্রদেশের স্টারজিওন লেকে। রাকিব একটি ক্যানো নৌকায় ছিলেন তার বন্ধু বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ বিমানের ক্যাপ্টেন সাইফুজ জামান গুদ্দু এবং তার ছেলের সঙ্গে। নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব ও তার বন্ধু প্রাণ হারান।

টিম গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আবদুল্লাহ হিল রাকিব ১৯৭১ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন শুরু করেন তৈরি পোশাকের একটি বহুজাতিক ক্রয় প্রতিষ্ঠানে। পরে টেক্স-এবো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে তিনটি গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা নিয়ে টিম গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন। তার নেতৃত্বে টিম গ্রুপ পরিণত হয় বাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক শিল্প গ্রুপে, যার অধীনে রয়েছে ছয়টি পোশাক ও ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা– ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, ৪এ ইয়ার্ন ডাইং লিমিটেড, গ্রামটেক লিমিটেড, সাউথ এন্ড সোয়েটারস, মার্স স্টিচ লিমিটেড এবং সি.বি.এম. লিমিটেড।

টেকসই এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় টিম গ্রুপের পথিকৃৎ ভূমিকার পেছনে রাকিবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। তার দিকনির্দেশনায় গ্রুপটি দেশের পোশাক শিল্পে সবুজ বিপ্লবের অন্যতম অগ্রপথিক হয়ে ওঠে। গ্রুপটির একটি কারখানা লিড গোল্ড সনদপ্রাপ্ত এবং আরও দুটি কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের অধীনে লিড প্লাটিনাম সার্টিফিকেশনের জন্য নিবন্ধিত।

গার্মেন্টস খাতের বাইরে টিম গ্রুপ ওষুধ, রিয়েল এস্টেট, তথ্যপ্রযুক্তি এবং খুচরা ব্যবসা সম্প্রসারিত হয়েছে এবং বর্তমানে ২০ হাজারের বেশি কর্মী এই গ্রুপে কর্মরত রয়েছেন।

বিজিএমইএর পরিচালক হিসেবে রাকিব দুই মেয়াদে (২০১৩-১৫ এবং ২০১৫-১৭) দায়িত্ব পালন করেন। এসময়ে তিনি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বাজারকে জাপান, ব্রাজিল, মেক্সিকো এবং চিলির মতো অপ্রচলিত বাজারে সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বিজিএমইএর সহ সভাপতি ও পরে সিনিয়র সহ সভাপতির দায়িত্বও পালন করেন।

মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনে বিশ্বাসী রাকিব ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি। তিনি শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’ নামক একটি দেশব্যাপী উদ্যোগের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন, যার লক্ষ্য ছিল পোশাক শিল্পের নতুন ও মাঝারি স্তরের ব্যবস্থাপনায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা।

টিম গ্রুপ গভীর শোকের সঙ্গে স্মরণ করছে এক দূরদর্শী নেতাকে, একজন পরম মমতাময় অভিভাবককে এবং এক অনন্য মানবিক ব্যক্তিত্বকে।

এসআই/এসএসএইচ