টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিবকে ঢাকায় দাফন করা হয়েছে। কানাডায় মর্মান্তিক নৌকাডুবিতে প্রাণ হারানোর পাঁচ দিনের মাথায় শনিবার (১৪ জুন) রাজধানীর বনানী এলাকার বিমান বাহিনীর শাহীন কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে, আজ সকাল ১০টায় বিজিএমইএ ভবনে প্রথম জানাজা এবং বাদ জোহর বনানী ডিওএইচএস মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আর গতকাল শুক্রবার (১৩ জুন) রাত ৯টা ৩০ মিনিটে কানাডা থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছায় এবং বনানী ডিওএইচএসে পারিবারিক বাসভবনে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কানাডার অন্টারিও প্রদেশের স্টারজিওন লেকে স্থানীয় সময় ৯ জুন বিকেল ৩টার দিকে একটি ক্যানো উল্টে গেলে রাকিব ও তার বন্ধু, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ জামান গুদ্দু পানিতে নিখোঁজ হন। রাকিবের ছেলে সাতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব ও গুদ্দুর মৃত্যু হয়। পরে, রাকিবের প্রথম জানাজা কানাডার টরন্টোর ড্যানফোর্থ এলাকার সুন্নাতে জামাত মসজিদে অনুষ্ঠিত হয় ১১ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।

বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন ও নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু এক শোকবার্তায় বলেন, আব্দুল্লাহ হিল রাকিব ছিলেন একজন গতিশীল উদ্যোক্তা ও নিবেদিতপ্রাণ নেতা। তার শূন্যতা পোশাক শিল্পে গভীরভাবে অনুভূত হবে।

বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, রাকিব ভাই এ দেশের তৈরি পোশাক শিল্পে এমন অনেক কিছু রেখে গেছেন, যার তীব্রতা আজ আমরা অনুভব করছি। এই দেশ ও সেক্টরের জন্য আরও অনেক রাকিবের প্রয়োজন।

জানা গেছে, রাকিব ছিলেন টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। জন্ম ২৬ আগস্ট ১৯৭১। তিনি বিজিএমইএর সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের তৈরি পোশাক খাতের বিকাশে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। আব্দুল্লাহ হিল রাকিবের মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরএইচটি/এসআই/