এনআরবিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক।

সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আনোয়ার হোসেন, প্রফেসর ড. সৈয়দ আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিরাজুল আমিন আহমেদ।

সভায় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল, নীতিমালা বাস্তবায়ন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এআইএস