এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের শফিকুল ইসলাম
নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের গুরুত্ব নিয়ে প্রতিবেদন করে ‘এসএমই ফাউন্ডেশন–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন ঢাকা পোস্টের উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম।
‘নারীর অগ্রযাত্রায় এসএমই খাত : বাধা পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার গল্প’- শিরোনামে প্রতিবেদনের জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (২ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শফিকুল ইসলামের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’-এ সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যম থেকে মোট ২১ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ইআরএফ সদস্য নন এমন সাংবাদিকরাও রয়েছেন।
শফিকুল ইসলাম এর আগে ইআরএফের সর্বোচ্চ স্বীকৃতি ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ টানা দুই বছর অর্জন করেন।
২০২৩ সালে ‘নিবিড় পর্যবেক্ষণে থেকেও অবনতি’ শিরোনামের প্রতিবেদনের জন্য ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং ২০২২ সালে ‘হুন্ডি খাচ্ছে রেমিট্যান্স’ শিরোনামের প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স বিষয়ক বিশেষ রিপোর্টিং অ্যাওয়ার্ড পান তিনি।
এছাড়া, ২০২২ সালে ভোক্তা অধিকার সাংবাদিকতায় কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন তিনি।
শফিকুল ইসলাম ২০২০ সালের ডিসেম্বরে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে ঢাকা পোস্টে যোগ দেন। ২০২২ সালের ১ মে তিনি উপপ্রধান প্রতিবেদক পদে পদোন্নতি পান। তিনি ব্যাংক ও আর্থিক খাত, অর্থ ও বাণিজ্য, তৈরি পোশাক খাত এবং ভোক্তা অধিকারসহ অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে কাজ করেন।
২০১২ সালে সংবাদ সংস্থা আইএনবি-তে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। পরে বাংলানিউজ২৪.কম, প্রাইম নিউজ এবং জাগো নিউজ-এ কাজ করেন।
তিনি বর্তমানে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) স্থায়ী সদস্য।
টিআই/জেডএস