আইটিপি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১২৮৩০
আয়কর পেশাজীবী (আইটিপি) নিবন্ধন-২০২৪ লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে ১২ হাজার ৮৩০ জন উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) প্রকাশিত মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এনবিআর সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাজধানীর বিভিন্ন কলেজে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর জুনের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫ হাজার ৬২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৪২১ জন উত্তীর্ণ হয়। ১৩-২১ জুলাই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখান থেকে ১২ হাজার ৮৩০ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।
আইটিপি হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য এনবিআর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় দৈনিক বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞাপন
চূড়ান্তভাবে উত্তীর্ণদের ফলাফল দেখুন এখানে>>>
আরএম/এসএম