নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
তহবিলের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নর্দান ইউনিভার্সিটি ও ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের (আইবিএটি) চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টিসহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সাজিদ-উর-রোমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার আসামিরা হলেন- নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ,সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি অধ্যাপক ড. এম শামছুল হক, নির্বাহী সচিব ও ট্রাস্টি হালিমা সুলতানা জিনিয়া, ট্রাস্টি সাদ আল জাবির আব্দুল্লাহ, মোসাম্মাৎ হাবিবুন নাহার, নাজমুস সাদাত এবং ট্রাস্টি লাবিবা আব্দুল্লাহ।
বিজ্ঞাপন
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠান দুটির তহবিল থেকে ১৯ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৯৪০ টাকা আত্মসাৎ করেছেন। এ অর্থ ‘প্রাসাদ নির্মাণ’ নামে আবু ইউসুফ মো. আব্দুল্লাহর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। পরে উত্তোলন ও আত্মসাৎ করে নিজেদের এবং অন্যদের অবৈধভাবে লাভবান করেন।
এছাড়া আত্মসাৎকৃত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং করেছেন আসামিরা। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৩/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
আরএম/এমএন