কালশীতে খাস ফুডের ২২তম আউটলেটের উদ্বোধন
মিরপুরের-১২ কালশীতে নিরাপদ ও বিশুদ্ধ খাদ্যের বিশ্বস্ত ব্র্যান্ড ‘খাস ফুড’র ২২তম আউটলেটের উদ্বোধন করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) ২২তম আউটলেটের উদ্বোধন করেন খাস ফুডের ম্যানেজিং ডিরেক্টর হাবিবুল মোস্তফা আরমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, খাস ফুড শুরু থেকেই লক্ষ্য নিয়েছিল—নিরাপদ ও বিশুদ্ধ খাবারকে প্রতিটি পরিবারের জন্য সহজলভ্য করে তুলতে। কালশীতে আমাদের ২২তম আউটলেট উদ্বোধনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন আরও একধাপ এগিয়ে গেল। এই অর্জন আমাদের গ্রাহক, কৃষক ও টিমের সবার সম্মিলিত অবদান। আমরা কাজ চালিয়ে যাবো যেন নিরাপদ খাবার দেশের প্রতিটি প্রান্তে এবং দেশের বাইরে পৌঁছে দেওয়া যায়।
হাবিবুল মোস্তফা আরমান বলেন, নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে মিরপুরের গ্রাহকরা এখন থেকে আরও সহজে খাস ফুডের নিরাপদ খাদ্যপণ্য উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০১৫ সালে যাত্রা শুরু করে খাস ফুড। গ্রাহকদের আস্থা, মানের প্রতি প্রতিশ্রুতি ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই দেশের নিরাপদ খাদ্যশিল্পে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে দেশের ৩টি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ২২টি আউটলেটের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম, কর্পোরেট চ্যানেল ও মডার্ন ট্রেডের মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করছে নিরাপদ খাদ্য পণ্য। এছাড়া দেশের বাইরে রপ্তানির মাধ্যমে বৈশ্বিক বাজারেও পৌঁছে দিচ্ছে বাংলাদেশের নিরাপদ খাদ্যপণ্য।
এমএন