বস্ত্র শিল্পে সবুজ রূপান্তরে এগিয়ে নিতে চায় চীন : ঢাকায় ইয়াও ওয়েন
বাংলাদেশের বস্ত্র শিল্পে সবুজ রূপান্তর ও টেকসই প্রযুক্তি ব্যবহারে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী “বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো–বিসিজিটিএক্স-২০২৫” উদ্বোধনকালে চীনের রাষ্ট্রদূত এ কথা জানান।
বিজ্ঞাপন
চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড যৌথভাবে আয়োজন করেছে এ প্রদর্শনীর। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও সাংহাই ক্লাইমেট উইক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ'র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মো. খোরশেদ আলম এবং সিইএবি'র সভাপতি হান কুন প্রমুখ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই প্রদর্শনী অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোর আধুনিক প্রযুক্তি, বিশেষত বস্ত্রখাতে ব্যবহৃত উপকরণ ও যন্ত্রপাতির উৎকর্ষতা তুলে ধরছে।
তিনি আরও বলেন, এই প্রদর্শনী দুই দেশের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের একত্রিত করেছে, যাতে তারা বস্ত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন। চীন বাংলাদেশের সঙ্গে মিলে বস্ত্র শিল্পে সবুজ রূপান্তর এগিয়ে নিতে প্রস্তুত। এ সহায়তার মধ্যে রয়েছে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে উৎসাহ প্রদান, যা বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে।
ইয়াও ওয়েন জানান, গত বছরের আগস্ট থেকে ২০টিরও বেশি চীনা প্রতিষ্ঠান প্রায় ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে, যা অন্তর্বর্তী সরকারের পর বাংলাদেশের প্রতি চীনের সর্ববৃহৎ বিনিয়োগ প্রতিশ্রুতি। তিনি বলেন, “বাংলাদেশি বস্ত্র পণ্যের শতভাগ শুল্কমুক্ত সুবিধা কার্যকর করা হয়েছে। এই অংশীদারিত্ব যৌথ সমৃদ্ধির পথে একটি অগ্রযাত্রা।”
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম বলেন, “শিল্পে সবুজ রূপান্তরের এই প্রচেষ্টা আমাদের প্রথম পদক্ষেপ। আগামী বছর আমরা এই উদ্যোগ অব্যাহত রাখব।”
তিন দিনব্যাপী এ এক্সপো আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এসআই/এমজে