চাল

চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আগের ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কসহ অন্যান্য চার্জ মওকুফ করা হয়েছে।

অর্থাৎ আমদানি পর্যায়ে মোট ৩৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া স্থানীয় পর্যায়ের ২.৫ শতাংশ চার্জ মওকুফ হয়েছে। এ আদেশ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আদেশে সিদ্ধ চাল ও ব্রোকেন রাইসের ক্ষেত্রে শুল্ক কমানোর শর্তে উল্লেখ করা হয়েছে- রেয়াতি হারে চাল আমদানির আগে প্রতি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। 

এর আগে ২৭ ডিসেম্বর শুল্ক কমানোর ঘোষণা দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চালের দাম নিয়ে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, আবার কৃষকও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়ন্ত্রিত মাত্রায় চাল আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

আরএম/এসএম/এইচকে