আকিজ ভেঞ্চারের হাত ধরে দেশে স্প্যানিশ ব্র্যান্ড সিমনের যাত্রা শুরু
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বের স্বনামধন্য স্প্যানিশ ব্র্যান্ড সিমন, যা ১৯১৬ সাল থেকে বিশ্বজুড়ে সুইচ, সকেট, লাইটিং ও স্মার্ট হোম সলিউশন তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে আসছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড ও স্পেনের সিমন-এর যৌথ সহযোগিতায় এই গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানটি ৩০ অক্টোবর ঢাকার পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
১৯১৬ সালে প্রতিষ্ঠিত সিমন ব্র্যান্ড বিশ্বের ৯০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং উন্নতমানের সুইচ, সকেট, লাইটিং ও স্মার্ট হোম সিস্টেম পণ্যের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। এবার আকিজ ভেঞ্চার গ্রুপের অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশেও সিমন নিয়ে এলো নান্দনিক, আধুনিক প্রযুক্তি ও স্মার্ট লাইফস্টাইলের নতুন অভিজ্ঞতা।
আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান, এস কে শামীম উদ্দিন বলেন- আমরা অত্যন্ত আনন্দিত যে সিমন-এর ১০৯ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবন এখন বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, এটি বাংলাদেশের ভোক্তাদের জন্য নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম ইলেকট্রিক্যাল সলিউশন নিশ্চিত করবে। ইউরোপীয় স্মার্ট প্রযুক্তি ও সর্বোচ্চ সেফটি স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমরা দেশের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করবো ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর (স্পেন) মি. কিম, সিমন এপ্যাকের বিজনেস ডিরেক্টর মি. ডেরেক দাই, আকিজ ভেঞ্চার গ্রুপ ও সিমন-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।
গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে উন্মোচিত হয় সিমন-এর প্রিমিয়াম সুইচ, সকেট এবং স্মার্ট হোম সলিউশন সিরিজ।
জেডএস