বাংলাদেশের শিল্প খাতে শরিয়াহ্ভিত্তিক আর্থিক সুরক্ষা বিস্তারের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের অন্যতম শিল্প সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং সিটি ব্যাংক পিএলসিএর সঙ্গে একটি ত্রিপাক্ষিক বীমা চুক্তি স্বাক্ষর করেছে। 

এই বীমা চুক্তির মাধ্যমে বিটিএমএ-এর সদস্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা গ্রুপ লাইফ ও পার্সোনাল অ্যাক্সিডেন্ট তাকাফুল বীমা কভারেজ সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বিটিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি টেক্সটাইল খাতে তাকাফুল সুরক্ষা সম্প্রসারণের এক মাইলফলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তি অনুযায়ী, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হবে তাকাফুল বীমা সুবিধা প্রদানকারী; বিটিএমএ সদস্য প্রতিষ্ঠানগুলো হবে অংশগ্রহণকারী (পলিসি হোল্ডার) এবং সিটি ব্যাংক পিএলসি সার্ভিস পার্টনার হিসেবে ব্যাংকাসুরেন্স ব্যবস্থার আওতায় শরিয়াহ্ভিত্তিক বীমার নির্বিঘ্ন সমন্বয় ও কার্যকর সেবা নিশ্চিত করবে।

মোহাম্মদ মাসুদুজ্জামান খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি; ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এনডিসি, পিএসসি (অব.), মহাসচিব, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এবং সুবীর কুমার কুণ্ডু, হেড অব প্রোডাক্টস, অ্যাকুইজিশনস অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার, সিটি ব্যাংক পিএলসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সহযোগিতা শরিয়াহ্ভিত্তিক নৈতিক, আর্থিক সেবা, পারস্পরিক সহায়তা ও মানবকল্যাণের আদর্শে অনুপ্রাণিত - যা তাকাফুলের মূল দর্শন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, পারস্পরিক সুরক্ষা ও সহযোগিতা'-এর প্রতিফলন।

এমএন