বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির ১৭তম বার্ষিক সাধারণ সভায় বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিএসসিপিএলসির সংশ্লিষ্টরা জানান, ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং কোম্পানির চেয়ারম্যান আব্দুন নাসের খান। তিনি বিধিবদ্ধ অপরাপর বিষয়ের পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. জানে আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ, বুয়েট অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তসহ বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
আরএইচটি/এসএম