দরপত্রে প্রতিযোগিতা দেখানোর নামে একই পরিবারের একাধিক প্রতিষ্ঠান ব্যবহার করে কারসাজির মাধ্যমে অবৈধভাবে কার্যাদেশ গ্রহণের অভিযোগে ঝালকাঠী ১০০ শয্যা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও ঠিকাদারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ নভেম্বর) দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, ঝালকাঠী ১০০ শয্যা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ, মেসার্স বাপ্পী ইন্টারন্যাশনালের মালিক শিপ্রা রানী পিপলাই, পিপলাই মেসার্স পিপলাই এন্টারপ্রাইজের মালিক সোহাগ কৃষ্ণ পিপলাই ও মেসার্স আহসান ব্রাদার্সের মালিক সত্য কৃষ্ণ।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে দরপত্র প্রক্রিয়ায় কারসাজি করে। বাপ্পী ইন্টারন্যাশনালের দাখিল করা ১৩৯ আইটেমের মধ্যে ৫১টি আইটেমের দর পরিবর্তন, একই পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে মিথ্যা প্রতিযোগিতা দেখানো এবং নিজেদের মধ্যে দাম কাছাকাছি রেখে কৃত্রিম বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা তৈরির প্রমাণ পাওয়া গেছে। পরে নিয়ম লঙ্ঘন করে মেসার্স বাপ্পী ইন্টারন্যাশনাল–এর অনুকূলে অবৈধভাবে কার্যাদেশ দেওয়া হয়, যা সরকারি ক্রয়বিধি (PPR) ১২৭(২)(গ)–এর স্পষ্ট লঙ্ঘন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় মামলা নং ১৫/২০২৫ দায়ের করা হয়েছে।

আরএম/এসএম