অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব প্রশান্তের বিরুদ্ধে চার্জশিট
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
২০২৩ সালের ৫ জুন সংস্থাটির উপ-পরিচালক মো. মশিউর রহমান মামলাটি দায়ের করেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপপরিচালক মো. রাশেদুল ইসলাম।
বিজ্ঞাপন
দুদক জানায়, ড. প্রশান্ত কুমার রায় ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’-এর প্রকল্প পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন ও প্রায় ৭৭ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া তার নিজ নামে ও মেয়েদের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে মোট ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
আরএম/বিআরইউ