সিঙ্গাপুরের ৪ হাসপাতালে বিশেষ সেবা পাবেন বিজিএমইএর সদস্যরা
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের চারটি শীর্ষস্থানীয় হাসপাতালের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন। হাসপাতালগুলোর হলো- মাউন্ট এলিজাবেথ হসপিটাল অর্চাড, মাউন্ট এলিজাবেথ হসপিটাল নোভেনা, গ্লেনইগেলস হসপিটাল এবং পার্কওয়ে ইস্ট হসপিটাল।
বুধবার (১০ ডিসেম্বর) উত্তরাস্থ বিজিএমইএ অফিসে বিজিএমইএ এবং সিঙ্গাপুর-ভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের মধ্যে এ-সংক্রান্ত একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞাপন
বিজিএমইএর পক্ষে পরিচালক শাহ রাঈদ চৌধুরী ও পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুরের পক্ষে আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, বিজিএমইএর সদস্য ও তাদের স্ব স্ব পরিবারের সদস্যরা এক্সিকিউটিভ হেলথ স্ক্রিনিংসহ বিভিন্ন ফিক্সড প্যাকেজে বিশেষ ছাড় পাবেন। এছাড়াও বিজিএমইএর সদস্যরা ২৪ ঘন্টা হটলাইন এক্সেস, মেডিকেল ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট সহযোগিতা এবং হাসপাতালে ভর্তির জন্য চাঙ্গি বিমানবন্দর থেকে পরিবহন সুবিধা পাবেন। পাশাপাশি শীর্ষস্থানীয় মেডিকেল বিশেষজ্ঞদের সাথে অ্যাপয়েন্টমেন্টে অগ্রাধিকার এবং বিনামূল্যে চিকিৎসা পরিকল্পনা, ‘মিট-দ্য-ডক্টরস’ সেশনসহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা উপভোগ করবেন।
বিজ্ঞাপন
বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, ‘বিজিএমইএ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কওয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের সদস্যদের কল্যাণ নিশ্চিত করার জন্য বিজিএমইএর একটি চলমান প্রচেষ্টার অংশ।’
পরিচালক নাফিস-উদ-দৌলা বলেন, ‘এই সমঝোতা স্মারকটি আমাদের সদস্যদের প্রতি বিজিএমইএ এর দায়বদ্ধতা প্রতিফলিত করে। এখন আমাদের সদস্যরা সহজে এবং অগ্রাধিকারের ভিত্তিতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়ক হবে।’
আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান বলেন, ‘বিজিএমইএ-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বিজিএমইএ এর সদস্যদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত। বিগত সময়ে বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রপতি, বিজিএমইএর বেশ কয়েকজন প্রাক্তন সভাপতিসহ অনেক ভিভিআইপি এবং ভিআইপি আমাদের মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সসহ উল্লেখিত হাসপাতালগুলোতে দ্রুত স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। আমরা বিজিএমইএ এর সম্মানিত সদস্যদের জন্য এমন জরুরি সেবা নিশ্চিত করবো।’
উল্লেখ্য, ইতোপূর্বে বিজিএমইএ তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে দুদফায় স্থানীয়ভাবে ১৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গেও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এমএমএইচ/এমএসএ