আফগানিস্তানের কোম্পানিতে ওষুধ রপ্তানি করলো আল মদিনা ফার্মা
আফগানিস্তানের কোম্পানি হেজাজ লিমিটেডে ওষুধ রপ্তানির কার্যাদেশ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মের কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি এরই মধ্যে ৭০ হাজার ৯৬০ মার্কিন ডলারের একটি চালান আফগান কোম্পানিটির কাছে রপ্তানি সম্পন্ন করেছে।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ খাতের কোম্পানিটি।
বিজ্ঞাপন
কোম্পানির দেওয়া তথ্যানুযায়ী, আল-মদিনা ফার্মাসিউটিক্যালস হেজাজ লিমিটেডে থেকে ১ লাখ ২৩ হাজার ২১৮ ডলারের পণ্য রপ্তানির কার্যাদেশ পেয়েছে। কার্যাদেশ অনুযায়ী, আংশিক চালান পাঠাতে গত ১৩ অক্টোবর থেকে পণ্য উৎপাদন কার্যক্রম শুরুর কথাও জানিয়েছিল কোম্পানিটি।
এরই ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর কোম্পানিটি ডিএসইকে জানিয়েছিল, তারা হেজাজ লিমিটেডে রপ্তানির জন্য ৭০ হাজার ৯৬০ ডলার মূল্যের ওষুধ চট্টগ্রাম বন্দরে সরবরাহ করেছে। ওই রপ্তানির বিপরীতে কোম্পানি ইতোমধ্যে এক্সপোর্ট ফরম (এক্সপো ফরম) গ্রহণ করেছে এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের মাধ্যমে আগাম রপ্তানি মূল্য হিসেবে পুরো অর্থ বুঝে পেয়েছে।
বিজ্ঞাপন
আজ ডিএসইকে কোম্পানিটি জানিয়েছে, তারা আফগানিস্তানের কোম্পানিটির কাছে ৭০ হাজার ৯৬০ ডলারের পণ্য রপ্তানি সম্পন্ন করেছে। যার বিল অফ লেডিং নং ALMDBNF25966।
কোম্পানিটি আরও জানিয়েছে, তারা ২০২৪ সাল থেকে রপ্তানি কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এই রপ্তানি সম্পন্ন করে পুরো অর্থ বুঝে পেয়েছে।
২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২০ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার মালিকানার প্রায় ৭০ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকের হাতে রয়েছে।
আজ রপ্তানি সম্পন্নের তথ্যে, কোম্পানির শেয়ারদর ১ টাকা বা প্রায় ৪ শতাংশ বেড়ে ২৮ টাকা ৫০ পয়সা হয়েছে। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ২৫ টাকা ৭০ পয়সা থেকে ৪৯ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
এমএমএইচ/এমএন