তিন কারণে সরকার ঘোষিত লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার প্রস্তাব করছেন নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন  বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম।

শনিবার (২৬ জুন) এক ভিডিও বার্তায় হাতেম বলেন, কারখানা খোলা থাকলে শ্রমিকরা ডিসিপ্লিন ও স্বাস্থ্যকর পরিবেশে থাকবেন। কারখানা যদি বন্ধ থাকে, শ্রমিকরা ছোটাছুটি করবে, দেশের বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করবে। ফলে সংকট আরও ঘনীভূত হবে। তাই কারখানা খোলা রাখা যুক্তিযুক্ত বলে মনে করছি।

মোহাম্মদ হাতেম বলেন, সামনে ঈদ, শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। কারখানা বন্ধ থাকলে আমরা সে চাপ নিতে পারবো না। এখন বায়ারদের অর্ডারের চাপ আসছে, লকডাউনে কারখানা বন্ধ থাকলে বায়াররা চলে যাবে।

সবকিছু মিলে স্বাস্থ্যকর পরিবেশে কারখানা খোলা রাখছি। তবে করোনা মোকাবিলায় সরকারের যেকোনো সিদ্ধান্ত আমরা মেনে নেবো।

এমআই/এসকেডি