পেট্রোবাংলা ও বিএমটিএফের মধ্যে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পেট্রোবাংলার অধীন গ্যাস উৎপাদন ও বিপণন কোম্পানিগুলোতে জিপিএস লোকেশন ভিত্তিক গ্যাস মিটার এবং মিটারিং স্টেশন মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেমের ডিজাইনিং, ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, কমিশনিং ও মেইনটেন্যান্স বাস্তবায়নের লক্ষ্যে এই চুক্তি সম্পাদিত হয়।
সোমবার (২২ ডিসেম্বর) এক বার্তায় এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর উপস্থিত ছিলেন।
পেট্রোবাংলার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির সচিব মো. আমজাদ হোসেন এবং বিএমটিএফের পক্ষে স্বাক্ষর করেন এ এস এম ফখরুল ইসলাম।
বিজ্ঞাপন
চুক্তিবদ্ধ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পেট্রোবাংলার আওতাধীন বিতরণ কোম্পানিগুলো অধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত গ্যাসের চাপ, তাপমাত্রা ও পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে। এ ছাড়া আরএমএস কক্ষে অবৈধ প্রবেশ রোধ, পালস মিসিং সমস্যার সমাধান ও অতিরিক্ত লোড ব্যবহার রোধ করা যাবে।
ওএফএ/এমজে