সমুদ্রের নীল জলরাশিকে সাক্ষী রেখে আগামীর লক্ষ্যজয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। ‘টুগেদার উই রাইজ’– এই প্রেরণাকে পাথেয় করে সম্প্রতি কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে অনুষ্ঠিত হয়ে গেল এমজিআই-এর এফএমসিজি ডিভিশনের বাৎসরিক সেলস কনফারেন্স-২০২৫।

বর্ণাঢ্য এই আয়োজনে আগামী দিনগুলোতে বাজারের শীর্ষস্থান ধরে রাখতে এবং ভোক্তাদের সেবায় নতুন দিগন্ত উন্মোচনে একাত্ম হয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

সম্মিলিত প্রচেষ্টায় আগামীর পথচলা দুইটি পর্বে বিভক্ত এই বৃহৎ সম্মেলনে এফএমসিজি ডিভিশনের ১০টি সেলস লাইনের প্রায় ১১০০ জন সেলস কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। কনফারেন্সের মূল প্রতিপাদ্য ‘টুগেদার উই রাইজ’-এর আওতায় আগামী বছরগুলোতে ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ভোক্তার দোরগোড়ায় মানসম্পন্ন পণ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানসম্পন্ন ও নতুন নতুন পণ্য উৎপাদন এবং ভোক্তাসাধারণের কাছে সেগুলো সহজলভ্য করে তুলতে আমরা আগামীতেও কাজ করে যেতে চাই। এর জন্য চাই সবার মিলিত প্রচেষ্টা। আমরা যদি একসঙ্গে, এক লক্ষ্যে এগিয়ে যাই– তবে কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না।”

বিশেষ অতিথির বক্তব্যে এমজিআই ডিরেক্টর তাহমিনা মোস্তফা একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, “ফ্যাক্টরি, সাপ্লাই চেইন, ফাইন্যান্স, ব্র্যান্ড, অপারেশনস এবং সর্বোপরি সেলস লিডাররা– সবাই এফএমসিজি পরিবারের অংশ। সেলস কোনো আলাদা ডিপার্টমেন্ট নয়। সেলস সবার একটি সম্মিলিত কমিটমেন্ট।” তিনি উপস্থিত সকলকে দায়িত্ব নিয়ে কাজ করার দিকনির্দেশনা দেন এবং ২০২৬ সালে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাজারে ফ্রেশ, নাম্বার ওয়ান এবং অ্যাক্টিফিট ব্র্যান্ডের শক্ত অবস্থান ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অর্জনের স্বীকৃতি ও উৎসবের আমেজ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো. রহমতুল্লাহ খন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, সিনিয়র জিএম ও হেড অব অ্যাকাউন্টস এস এম মুজিবুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, এসবিইউ হেড কাজী তৌহিদুজ্জামানসহ বিভিন্ন ফ্যাক্টরি ও সেলস লাইন হেড এবং অন্যান্য বিভাগের কর্মকর্তারা।

আগামী দিনের লক্ষ্য অর্জনে কৌশলগত পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে ছিল বৈচিত্র্যময় টিম বিল্ডিং অ্যাক্টিভিটি। কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় সেলস চ্যাম্পিয়ন, সেলস হিরো এবং লং সার্ভিস অ্যাওয়ার্ড। এ ছাড়া প্রতিটি পর্বেই ছিলো স্বনামধন্য শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। 

বিআরইউ