অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হোন্ডা গ্রেস কমিউনিটি অব বাংলাদেশ-এর বার্ষিক মিলনমেলা ও ‘স্পেক্টেকুলার নিউ ইয়ার সেলিব্রেশন ২০২৬’। গত ২ জানুয়ারি ঢাকার ৩০০-ফিট সংলগ্ন বীর প্রতীক চত্বরে হোন্ডা গ্রেস মালিক ও অটোমোবাইল প্রেমীদের উপস্থিতিতে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একই ব্র্যান্ডের হোন্ডা গ্রেস গাড়ির সমন্বয়ে বীর প্রতীক চত্বর মাঠে তৈরি করা বাংলাদেশের প্রথম বিশাল "FORMATION 2026"। 

সুশৃঙ্খলভাবে গাড়ি সাজিয়ে তৈরি করা এই ২০২৬-এর দৃশ্যটি ড্রোন ফটোগ্রাফি ও সিনেমাটিক ভিডিওর মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা বৈচিত্র্যময় পর্ব। বেলা ১১টা ৩০ মিনিটে মেম্বারদের আগমনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মেম্বারদের গাড়ির জন্য ফ্রি ডায়াগনোসিস ও টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়। জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় সম্মিলিত মধ্যাহ্নভোজ। বিকেলে টেকনিক্যাল আড্ডায় মেম্বাররা তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করেন। অ্যাডমিন প্যানেলের সমাপনী বক্তব্য এবং গ্রুপ ফটোর মাধ্যমে উৎসবমুখর এই দিনটির সমাপ্তি ঘটে।