দুঃস্থ ১০০ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ১০০ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন।

বুধবার (১৪ জুলাই) সংগঠনটির সেগুনবাগিচার কার্যালয়ে এসব খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 

কর্মসূচিতে বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সৈয়দ মুসফিকুর রহমান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার ও অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মো. ইফতেখার আলম ভূইয়া, এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় মুসফিকুর রহমান বলেন, করোনা অতিমারিতে বিশ্বের অনেক উন্নত দেশে অর্থনৈতিক স্থবিরতা থাকলেও বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট গতিশীলতা রয়েছে। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নেতৃত্বে কর রাজস্ব আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। আগামী দিনগুলোতে রাজস্ব আহরণের পাশাপাশি বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন এ ধরনের আরও মানবিক কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। 

আরএম/আরএইচ