সূচকের দাম বৃদ্ধির মধ্য দিয়েই সেপ্টেম্বর মাসের আরও একটি সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে (১৯ থেকে ২৩ সেপ্টেম্বর) তিনদিন সূচক বৃদ্ধি ও দুদিন সূচক কমেছে। এতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে (বাজার মূলধন) আড়াই হাজার কোটি টাকা। সূচক ও পুঁজি বাড়লেও লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে মোট পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ২২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ সূচক ৯৯ পয়েন্ট কমে ২ হাজার ৬৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ১৮২টির আর অপরিবর্তিত ছিল ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমলেও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন অর্থাৎ বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ২ হাজার ৫৬১ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ৪৭৭ টাকা। তবে তার আগের সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি কমেছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।

ডিএসইর তথ্য মতে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইর বাজার মূলধন ২ হাজার ৫৬১ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ৪৭৭ টাকা বেড়ে ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৫৫ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ১৭৮ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৮১১ টাকা লেনদেন হয়। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৮০৬ টাকা । অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ১ হাজার ৪১২ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৯৯৫ টাকা। যা শতাংশের হিসেবে ১২ দশমিক ৭০ শতাংশ কম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ৩২৫ কোটি ৮০ লাখ ৪০৭ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৫০ লাখ ৬১ হাজার ২৩৪ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে। এতে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসকেডি