গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) না নিয়েই পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় পুষ্টি হোম মেডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার (৫ অক্টোম্বর) রাজধানীর কল্যাণপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

অভিযান পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার। সঙ্গে ছিলেন সংস্থাটির প্রসিকিউটিং অফিসার নোভেরা বিনতে নুর। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ডিএমপি পুলিশ সদস্যরা।

বিএসটিআই থেকে জানানো হয়, মঙ্গলবার মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় বিস্কুট, কেক ও পাউরুটি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স না নিয়ে মোড়কে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করতে দেখা যায়। 

বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী এসব পণ্যে সিএম লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু পুষ্টি হোম মেড নামের প্রতিষ্ঠানটি লাইসেন্স নিয়েই মানচিহ্ন ব্যবহার করছে। এসব অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই/ওএফ