ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার জন্য খাদ্য মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবসহ ৮টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৭ হাজার ২৬০ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৪২২ টাকা। এরমধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন (জিওবি) করবে ১ হাজার ৪৫৪ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৯শ ২২ টাকা এবং দেশীয় ব্যাংক ও চায়না এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৫ হাজার ৮শ ৬ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার ৫শ টাকা। 

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে অর্থমন্ত্রী জানান, বুধবারের বৈঠকে অর্থনৈতিক কমিটির অনুমোদনের জন্য চারটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৯টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে ক্রয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের তিনটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, বিদ্যুৎ বিভাগের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি প্রস্তাবনা ছিল। কমিটির আটটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মিয়ানমার থেকে এক লাখ টন চাল কেনার প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়নি।

সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। তিনি জানান, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে তাৎক্ষণিকভাবে খাদ্য মন্ত্রণালয়ের একটি ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক সিঙ্গাপুর ভিত্তিক মেসার্স ইনট্রা বিজনেস প্রাইভেট লিমিটেডের (স্থানীয় প্রতিনিধি: মেসার্স গ্লোবো পিউ ইমপোর্ট এক্সপোর্ট লিমিটেড) মাধ্যমে আর্জেন্টিনা থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১৪৯ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘সড়ক অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৬৫টি রেকার ক্রয়ের প্রস্তাব পুনঃপ্রক্রিয়া করার অনুমোদন দেওয়া হয়েছে। ১০৪ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকায় রেকারগুলো ইন্ডিয়ার এনসল মাল্টিক্লিন ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কেনা হবে। 

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোন’ প্রকল্পের আওতায় ৬টি সাবস্টেশন স্থাপন কাজের ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাব দেওয়া হয়। ‘আইডিয়াল ইলেকট্রিক এন্টারপ্রাইজ লিমিটেড, বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করবে। এজন্য ব্যয় হবে ৬৯ কোটি ৪ লাখ ৩৭ হাজার ৬৬৯ টাকা।

এছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগের অধীন রাজশাহী ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ‘রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থিত পানি শোধনাগার’ প্রকল্পের নির্মাণ কাজে চীনের হুয়ান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ লিমিটেডের নাম পরবির্তন সংক্রান্ত প্রস্তাবে পুনঃঅনুমোদন দিয়েছে কমিটি। এই প্রকল্পে ব্যয় ছিল দুই হাজার ৭শ ২১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা।

এনএম/এইচকে