ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল)-২০১৭ এর তৃতীয় প্যানেলের (চতুর্থ পর্যায়) ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশীরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সামনে চতুর্থ পর্যায়ে ফলাফল প্রকাশের দাবিতে তারা এ মানববন্ধন করেন। 

সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

মানববন্ধনে শতাধিক চাকরি প্রত্যাশী অংশ নেন। তারা বলেন, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের প্রকাশিত সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তার ২ হাজার ৫৭৪টি পদের বিপরীতে তিন দফায় (মেধা তালিকা ও দুটি প্যানেল) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া তথ্য মতে আমরা যতদূর জানতে পেরেছি মেধা তালিকা ও দুটি প্যানেল দেওয়ার পরও ৩৫০টির বেশি পদ এখনও শূন্য রয়েছে। ওইসব শূন্য পদ পূরণে পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইতিমধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ে তাদের চাহিদা পত্র পাঠিয়েছে। এ অবস্থায় তৃতীয় প্যানেল (৪র্থ পর্যায়) থেকে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।

তারা জানান, করোনার কারণে দুই বছর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে একটি বড় অংশের চাকরিতে আবেদনের বয়স সীমা শেষ হয়ে গেছে। তাদের নতুন কোনো নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ নেই। তাই চাকরি প্রার্থীদের বয়স ও করোনার বিষয়টি বিবেচনা করে তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশ করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি আবেদন জানান তারা।

এসআই/এমএইচএস