মূলত বাজার ঠিক রাখতেই বাংলাদেশ ব্যাংক ডলার বেচা-কেনা ক‌রে

বৈদেশিক মুদ্রার দর ঠিক রাখ‌তে দেশের ব্যাংকগুলোর কাছ থেকে ডলা‌র কিনছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে ব্যাংকটি প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট ৫৮৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার কিনেছে। যেখানে আগের পুরো অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মাত্র ৮৭ কোটি ডলার কিনেছিল।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মূলত বাজার ঠিক রাখতেই কেন্দ্রীয় ব্যাংক ডলার বেচা-কেনা ক‌রে। চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ডলারের চাহিদা কমে যাওয়ায় বাজারে উদ্বৃত্ত ডলার থেকে যাচ্ছে। বিনিয়োগ কম থাকায় আমদানি চাহিদাও কমে গেছে। ফলে বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে না পারায় ব্যাংকগুলো বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। রপ্তানিকারক ও প্রবাসী আ‌য়ের বিষয়টি মাথায় রেখে তা কিনে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ক‌রে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এ যাবতকালের সর্বোচ্চ মাইলফলক চার হাজার ৩০০ কোটি ডলার অতিক্রম করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৫৮৭ কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছে। ত‌বে এ সময় বাংলাদেশ ব্যাংক কো‌নো ডলার বিক্রি করেনি। এর আগে ২০১৯-২০ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বাজারে সাড়ে ৮৩ কোটি ডলার বিক্রির বিপরীতে ৮৭ কোটি ৭০ লাখ ডলার কিনেছিল। ২০১৮-১৯ অর্থবছরে ২৩৩ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে কিন্তু কো‌নো ডলার কিনতে হয়নি। ২০১৭-১৮ অর্থবছর বিক্রি করেছিল ২৩১ কোটি ১০ লাখ ডলার। তবে এর আগের কয়েক বছর পরিস্থিতি ছিল ভিন্ন। ২০১৬-১৭ অর্থবছরে বাজারে মাত্র ১৭ কোটি ৫০ লাখ ডলার বিক্রির বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক কিনেছিল ১৯৩ কোটি ১০ লাখ ডলার। এর আগে ২০১৫-১৬ অর্থবছর বাজার থেকে ৪১৩ কোটি ১০ লাখ ডলার কিনলেও এক ডলারও বিক্রির প্রয়োজন পড়েনি। তার আগের অর্থবছর (২০১৪-১৬) ৩৭৫ কোটি ৮০ লাখ এবং ২০১৩-১৪ অর্থবছর ৫১৫ কোটি ডলার কিনতে হয়েছিল ব্যাংকটির।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১ হাজার ৪৯০ কোটি ৭৩ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ১০৪ কোটি ডলার। সে হিসাবে সাত মাসে রেমিট্যান্স বেড়েছে ৩০৫ কোটি ডলার। যা শতাংশের হিসাবে প্রায় ৩৪ দশমিক ৯৫।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিডি) হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের (জুলাই-জানুয়ারি) সাত মাস শেষে দেশে রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২৬৭ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ০৯ শতাংশ কম। লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ৪৪ শতাংশ কম। অন্য‌দি‌কে অর্থবছরের প্রথম ছয় মাস ডিসেম্বর পর্যন্ত আমদানির ব্যয় আগের বছরের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ কমেছে।

বর্তমান বাজারে আন্তঃব্যাংক রেটে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সা। যা আগের বছর এ সময় ছিল ৮৪ টাকা ৯৫ পয়সা। 

এসআই/এমএইচএস