সিস্টেম উন্নয়নের জন্য চার ঘণ্টা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ডেবিট ও ক্রেডিট কার্ডের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে।

বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত সিস্টেম উন্নয়নের কাজ করবে। এ সময়ে ব্যাংকটির এটিএম বুথ থেকে কোনো গ্রাহক টাকা তুলতে পারবেন না।

বৃহস্পতিবার (২৩ জুন) ইউসিবির কার্ড ডি‌ভিশনের প্রধান নেহাল এ হুদা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিস্টেম আপগ্রেশনের কারণে আজ বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত কার্ড সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে বিষয়টি গ্রাহকদের অবহিত করতে ক্ষুদে বার্তা দিয়েছে ইউসিবি। এতে বলা হয়েছে, কারিগরী কারণে ২৪ জুন রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সকল ইউসিবি কার্ড সেবা স্থগিত থাকবে।

এসআই/ওএফ