দেশের ব্যাংকগুলোতে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করাসহ বেশ কিছু বিষয় মেনে চলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯-এর শনাক্তের হার আবারও বেড়ে যাওয়ায় তফসিলি ব্যাংকগুলোকে বেশ কিছু বিষয় পালন করতে হবে। 

পালনীয় বিষয়ের মধ্যে রয়েছে, ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করতে হবে।

সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কর্মকর্তা/কর্মচারীদের জ্বর, সর্দি, কাশি বা কোভিড-১৯-এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।

এসআই/আরএইচ