সোনালী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ও সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদ এবং সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও মো. শওকত জাহান খান।

এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সভায় ২০২১ সালের আর্থিক হিসাব বিবরণী ও শেয়ার হোল্ডারদের জন্য ২০ কোটি টাকার ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ৯ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়া হয়। 

জেডএস